লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় মহির আলী (৩৮) নামে এক বাংলাদেশী রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (২ এপ্রিল) সকালে পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
মহির আলী পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলোনীপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।
এ বিষয়ে লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা ভারতীয় সিমান্ত থেকে গরু পারাপার করার সময় মহির আলীকে ধরে নিয়ে গেছে কুচবিহার সিমান্ত রক্ষী ২২ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।’
(Visited ৩ times, ১ visits today)

















