বুধবার , ২৩ নভেম্বর ২০১৬ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পা হারানো বাবার মামলার আসামিরা কারাগারে।।

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ২৩, ২০১৬ ৫:৪৪ অপরাহ্ণ

 

রিপোর্ট : জাকারিয়া আলম দিপু.

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত ১৬ অক্টোবর হাতুড়ি, লোহার রড ও শাবল দিয়ে শাহানূর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা।ঝিনাইদহে বখাটেদের মারধরে দুই পা হারানো শাহানূর বিশ্বাসের পক্ষের দায়ের করা মামলার প্রধান আসামি কামাল হোসেনসহ ১৩ জন আজ বুধবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আদালতে আত্মসমর্পণ করেছেন।।আদালতে আত্মসমর্পণকারী আসামিরা হলেন উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামের কামাল হোসেন, একই গ্রামের মাহবুবুর বিশ্বাস, আজম আলী, মোতালেব বিশ্বাস, আবু তালেব, হাসান আলী, বিল্লাল হোসেন, জাহিদ হোসেন, রুহুল আমিন, শিপন আলী, এমদাদুল হক, আরিফ হোসেন ও বিপ্লব। ঝিনাইদহ বিচারিক হাকিম (তৃতীয়) আদালতের বিচারক কাজী আশরাফুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাতে এই মামলার ৩ নম্বর আসামি কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের আবদুল মজিদের ছেলে কুরবান আলীকে নিজ গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, তাঁকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ৬ নভেম্বর পুলিশ আবদুল মজিদের আরেক ছেলে আজাদ হোসেন ও একই গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে লিখন বিশ্বাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। এ নিয়ে মামলার ১৬ আসামির সবাই কারাগারে গেল।পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ একটি আদেশ জারি করেন। হাইকোর্ট সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দী করার নির্দেশ দেন। এরপর গ্রামে পুলিশি অভিযান শুরু হয়। মঙ্গলবার দিনভর অভিযানে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও রাতে একজনকে গ্রেপ্তার করে। আজ বুধবার মামলার বাকি আসামিরা আত্মসমর্পণ করলেন।উল্লেখ্য গত ১৬ অক্টোবর একদল সন্ত্রাসী হাতুড়ি, লোহার রড ও শাবল দিয়ে কাষ্টভাঙ্গা গ্রামের শাহানূর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করে। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাঁর ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার পর গুরুতর অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য প্রথমে যশোর ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাঁর দুই পা কেটে ফেলতে হয়েছে। বর্তমানে তিনি দুই পা হারিয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়