নব্বইয়ের দশকে দেশে প্রায় দেড় হাজার সিনেমা হল ছিলো। একে একে বন্ধ হয়ে গেছে এর দুই তৃতীয়াংশ। বর্তমানের ৩০০ শতাধিক সিনেমা হল রয়েছে বাংলাদেশে। সেই হলগুলোর মানও খুব বেশী ভালো নয়।
রাজধানীর বাইরে পর্যটক নগরী কক্সবাজার ছাড়া আর কোথাও মাল্টিপ্লেক্স নেই। এবার খুলনার খালিশপুরের লিবার্টি সিনেমা হল নতুনরূপে চালু হচ্ছে। পুরনো হলের স্থানে গড়ে উঠেছে লিবার্টি কমপ্লেক্স। সেখানেই আগামী শুক্রবার(৭ এপ্রিল) চালু হচ্ছে লিবার্টি সিনেপ্লেক্স।
তিনটি পর্দা নিয়ে চালু হচ্ছে এই অত্যাধুনিক হলটি। ঢালিউডের পাশাপাশি হলিউডের সিনেমাও মুক্তি পাবে লির্বাটিতে। শীতাতপ নিয়ন্ত্রণের পাশাপাশি থাকছে আরামদায়ক সিট ও হাল প্রযুক্তির প্রজেকশন ব্যবস্থা।
হলটিতে প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ‘সত্তা’। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার পাওলি দাম।
(Visited ১২ times, ১ visits today)

















