সাভার প্রতিনিধি : আশুলিয়ার বাইদগাঁও এলাকা থেকে দেলোয়ার দেওয়ান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(৫ এপ্রিল) সকালে ওই পরীক্ষার্থীর নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার দেওয়ান বাইদগাঁও এলাকার মৃত আমান দেওয়ানের ছেলে। সে গাজীপুরের বঙ্গবন্ধু কলেজের মানববিক বিভাগ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পরিবার দ্য রিপোর্টকে জানায়, এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই দেলোয়ার মানসিকভাবে চাপে ছিল। মঙ্গলবার পরীক্ষা দিয়ে আসার পর থেকে নিজ কক্ষে বসে ছিল। এরপর রাতের খাবার খেয়ে ঘরে প্রবেশের পর ভিতর থেকে দরজা বন্ধ করে রাখে। সকালে দরজা না খোলায় তার পরিবারের সন্দেহ হয়। পরে জানালা ভেঙ্গে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মকিম হাসান জানান, নিহত পরীক্ষার্থীর নিজ কক্ষের দরজা ভেঙে ঘরের আড়ার সাথে ঝুঁলন্ত অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার দেহে আঘাতের কোনো চিহ্ন না পাওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে।