বুধবার , ১২ এপ্রিল ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে পহেলা বৈশাখে বোম ব্লাস্টের হুমকি জেএমবি’র

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১২, ২০১৭ ১২:২৪ পূর্বাহ্ণ

বরিশালে পহেলা বৈশাখে চারুকলা ও উদীচীর মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে বোম ব্লাস্ট ও হত্যার হুমকি দিয়ে একটি উড়োচিঠি দিয়েছে জাময়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১টায় চিঠিটি পাওয়ার পর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন চারুকলা বরিশালের সংগঠক সুশান্ত ঘোষ।

চারুকলা বরিশালের সংগঠক সুশান্ত ঘোষ জানান, রিপোর্টার্স ইউনিটির একই ভবনে বাংলাদেশ টেলিভিশন বরিশাল প্রতিনিধির কার্যালয়ে হাতে লেখা একটি চিঠি হলুদ খামে ফেলে রেখে যায়। রিপোর্টার্স ইউনিটির অফিস সহায়ক উত্তম কুমার চিঠিটি বরিশাল বিটিভি অফিস থেকে এনে আমাদের হাতে দেন। এই চিঠিতে প্রথমে তার নাম, এরপর উদীচীর সভাপতি বিশ্বনাথ দাশ মুন্সী ও চারুকলার আরেক সংগঠক সুভাষ চন্দ্র দাস নিতাইয়ের নাম উল্লেখ করে এই কালচার বন্ধের নির্দেশ দেওয়া হয়। ‍যদি পহেলা বৈশাখের শোভাযাত্রা বন্ধ না করা হয় তাহলে তাদের কার্যালয় উড়িয়ে দেওয়া ও তাদের অচিরেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যেই বিশিষ্ট ব্যক্তি, উদীচী, চারুকলা ও অনান্য নাস্তিক্যবাদী সংগঠনের লোকজনের তালিকা করা হচ্ছে। তারা শিগগিরই মৃত্যুর স্বাদ পেয়ে যাবে।

চিঠিতে ইসলামের পথে এসো, শান্তির পথে এসো উল্লেখ করে ইসলামের পথে ডাক ও জিহাদ করে ইসলামকে প্রতিষ্ঠিত করি এই আহ্বান জানানো হয়। প্রচারে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি) উল্লেখ করা হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টিকে তারা হাল্কাভাবে নিচ্ছেন না। বিষয়টির ওপর নজরদারি রাখছেন তারা।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত