রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
নগর পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে জেলা প্রশাসক কর্তৃক পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালত। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষ্যে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা শুরু হয়েছে।চলছে সাধারন মানুষের প্রতিযোগিতা।চলছে মাইকিং চলছে বিভিন্ন গনমাধ্যমে,খবরের কাগজ,টিভি চ্যানেলে প্রচারনা।কিন্তু দুংখের বিষয় কিছু প্রভাবশালী মানুষ প্রতিযোগিতা করছে সরকারী ও সিটি কর্পোরেশনের রাস্তা অবৈধ দখল করার জন্য।অবৈধ দখলদারী মানুষের জন্য মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।রাস্তায় ইট, বালি, খোয়া সহ নির্মানসামগ্রি, ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত।নগরীর ভাটিখানায় রাস্তা দখল করে নির্মাণ সামগ্রি রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে একব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়। যদিও অর্থদন্ড দেয়ার পুুুুর্বে রাস্তার উপরে রাখা মালামাল সরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। অনেকে সরিয়ে নিলেও কেউ কেউ আবার নেয়নি। যারা সরিয়ে নেয়নি তাদের অর্থদন্ড দেয়া হয়। প্রত্যক্ষ দর্শীরা জানায়, এভাবে যদি নগর পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যহত রাখা যায় তাহলে বরিশাল নগরী হবে একটি সুন্দর নগরী।
ভ্রামমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যলয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
ফটোগ্যালারীঃ


























