রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বৈশাখ উদযাপন করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাম খান জয়।
পহেলা বৈশাখের সন্ধ্যায় এই জুটি ঘণ্টাখানেকেরও বেশি সময় একান্তে কাটান। তাদের সঙ্গে ছিল শিশুসন্তান আব্রাম খান জয়।

শাকিব বলেন, এবারের বৈশাখটা অন্য রকম কেটেছে। সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে।

অপু বলেন, সত্যিই অন্য রকম। গত বছরের অনুভূতি ছিল এক রকম, কারণ তখন আমি মা হব। কাজকর্মও কমিয়ে দিয়েছি। সন্তানের কী হবে, কোন হাসপাতাল হলে ভালো হয়, এসব নিয়ে একটা চিন্তা ছিল। এখন তো আমি মা। অনেক বেশি হালকা লাগছে।

এ সময় শাকিবের পরনে ছিল পাঞ্জাবি, পায়জামা। অপু পরেছিলেন সালোয়ার-কামিজ। আর বৈশাখী পাঞ্জাবি ও উত্তরীয় ছিল আব্রামের পরনে।
(Visited ১৩ times, ১ visits today)

















