অপরাধ দমাতে বরিশাল নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার কার্যক্রম চালু ও বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পূর্ণাঙ্গ ওয়েব সাইট-এর উদ্ভোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১২ টায় নগর ভবনের সম্মেলন কক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের পূর্নাঙ্গ ওয়েব সাইট http://www.barisalcity.gov.bd উদ্বোধনের ঘোষনা শেষে সিসি ক্যামেরা চালু করার আনুষ্ঠানিক ঘোষনা দেন মেয়র আহসান হাবিব কামাল। এসময় তিনি বলেন, http://www.barisalcity.gov.bd নামের এই ওয়েব সাইটটির মাধ্যমে নাগরিক বিভিন্ন সেবা সম্পর্কে ঘরে বসে সহযেই জানতে পারবেন। পাওয়া যাবে বিভিন্ন সেবা। পাশাপাশি যে কোন সমস্যা নিয়ে মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর সরাসরি অভিযোগ বা যে কোন তথ্য তুলে ধরা যাবে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, এরআগে যে ওয়েবসাইট তৈরি করা হয়েছিলো, সেগুলোতে নানাবিধ সমস্যা দেখাদিলে পূর্ণাঙ্গ এই ওয়েবসাইটি চালু করা হলো। অপরদিকে সিসি ক্যামেরার বিষয়ে তিনি বলেন, আজ থেকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার সার্বিক নিরপত্তায় ২৬১ টি সিসি ক্যামেরা চালু করা হলো। যা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আশাকরি এই সিসিক্যামেরাগুলো নগরের অপরাধমূলক কর্মকান্ড রোধে তাদের সহায়তা করবে। তিনি বিদ্যুৎ পাওয়ার বিষয়ে বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনের সূত্র ধরে বিদ্যুৎ বিভাগের সাথে বৈঠক হয়।
বিদ্যুৎ বিভাগকে তার বকেয়া পরিশোধের অগ্রগতির বিষয়ে অবহিত করা হলে তারা সিসি ক্যামেরার সংযোগ প্রদানে রাজি হয়। এরপর তাদের একটি চিঠিও দেয়া হয়। উল্লেখ্য, বিদ্যুতের অভাবে এসব সিসি ক্যামেরা চালু করা যাচ্ছিলো বলেই দাবী ছিলো বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি)।
তবে সকল আগাম আনুষ্ঠানিকতা বাদ দিয়ে অনেকটা তরিঘরি করেই আজ বৃহষ্পতিবার থেকে এসব ক্যামেরা চালু করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। উদ্ভোধনী অনুষ্ঠানে বিসিসি মেয়র ব্যতিত আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান,জেলা প্রশাসকের নিবাহী ম্যাজিষ্ট্রেট আহসান আহমেদ রাসেল , প্যানেল মেয়র আলহাজ্ব কে এম শহীদুল্লাহ, তসলিমা কালাম পলি প্রমুখ। বিসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানাগেছে, ২০১৫-২০১৬ অর্থবছরে বরিশাল নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে সিসি ক্যামেরা বসানোর কার্যাদেশ দেয় কর্পোরেশন কর্তৃপক্ষ।
নিয়মানুযায়ী ২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ২৬১ টি সিসি ক্যামেরা নগরের ৩০ টি ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে বসানোর কাজ শুরু হয়। যেসব ক্যামেরা নিয়ন্ত্রনে ৮ টি নিয়ন্ত্রন কক্ষও তৈরি করা হয়ে গেছে। পাশাপাশি পোষ্টের সাথে ক্যামেরা, আর তার সাথে নিয়ন্ত্রন কক্ষের সংযোগ স্থাপনের কাজও শেষ হয়েছে বহু আগে।
তবে ২৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নতুন কোন স্থাপনায় সংযোগ দিতে চায়নি বিদ্যুৎ বিভাগ (ওজোপাডিকো)। যারমধ্যে আটকা পড়ে যায় সারফেস ওয়ার্টার ট্রিটমেন্ট প্লান্ট ও সিসি ক্যামেরা সার্ভিস।

















