বুধবার , ১৯ এপ্রিল ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কৃতি খেলোয়াড়দের বিজিবির সংবর্ধনা

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১৯, ২০১৭ ১২:৪৯ পূর্বাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ভারোত্তলন, ভলিবল, হ্যান্ডবল ও আরচ্যারী দলের আন্তর্জাতিক পর্যায়ের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ১৮ এপ্রিল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক ও ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবুল হোসেন কৃতি খেলোয়াড়দের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন। ভারোত্তোলন ফেডারেশন এবং বর্ডার গার্ড ক্রীড়া বোর্ডের ভলিবল, হ্যান্ডবল ও আরচ্যারী দলের খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিরল কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, ভারোত্তলনে ২০১৬ সালে এসএ গেমস এবং কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাবিয়া আক্তার (সীমান্ত) স্বর্ণপদক এবং জুহুরা আক্তার রেশমা কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি হিসেবে ভারোত্তোলনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কৃতি খেলোয়াড় মাবিয়া আক্তার (সীমান্ত), জুহুরা আক্তার রেশমা, ফুলবতী চাকমা ও মহিলা কোচ শাহারিয়ার সূচিকে অভিনন্দন-কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া বিজিবির ১৫টি দল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্ব প্রদর্শন করায় তাদেরও সংবর্ধনা প্রদান করা হয়। ২০১৬ সালে বিজিবি’র খেলোয়াড়রা ফেডারেশন ও জাতীয় পর্যায়ে ২০টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৮টিতে চ্যাম্পিয়ন, ৬টিতে রানারআপ এবং ৩টিতে ৩য় স্থান লাভ করার গৌরব অর্জন করে। আন্তর্জাতিক পর্যায়ে ১৩টি খেলায় অংশগ্রহণ করে ৩টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১৫টি তাম্র পদক অর্জন করেছে। ক্রীড়াক্ষেত্রে বিজিবি’র এ সাফল্য বিজিবি তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং জাতীয় ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

বিজিবি মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের ভলিবল দলের কৃতি খেলোয়াড় নায়েব সুবেদার সৈয়দ আতিকুর রহমান ও অবৈতনিক ল্যান্স নায়েক নারায়ণ দেবনাথকে, হ্যান্ডবল দলের অবৈতনিক ল্যান্স নায়েক মো. সোহেল রানা, অবৈতনিক ল্যান্স নায়েক মো. মাহবুবুর রহমান, অবৈতনিক ল্যান্স নায়েক মো. মেহেদী হাসান, অবৈতনিক ল্যান্স নায়েক মো. সামসুদ্দিন সানি, অবৈতনিক ল্যান্স নায়েক মো. ইলিয়াস শেখ ও সিপাহী মো. মাসুম আহমেদকে এবং আরচ্যারী দলের সিপাহী মো. সানোয়ার হোসেন ও সিপাহী মো. নাজমুল হুদাকে অভিনন্দন জানান।

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, আমাদের দল ভবিষ্যতে আরো ভাল করবে এবং দেশের জন্য প্রত্যাশিত সুনাম বয়ে আনবে। আমি আশাবাদী যে, আগামী মে মাসে আজারবাইজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারোত্তলনে মাবিয়া আক্তার সীমান্ত ও ফুলবতী চাকমা অংশগ্রহণ করে আরো ভালো ফলাফলের মাধ্যমে আমাদের মুখ উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশনের কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কেমন চলছে ঈদের তিন ছবি?

সিজারের সময় নবজাতককের মাথা কেটে দুই খণ্ড করলেন ডাক্তার

প্রথমবার পালিত হবে গণহত্যা দিবস স্বীকৃতি আদায়ে এ মাসেই চিঠি যাচ্ছে জাতিসংঘে

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

কক্সবাজারে এখন থেকে সেনা ও পুলিশের যৌথ টহল

বরিশালে আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

বরিশালে বসন্ত উৎসব উপলক্ষে ফুলের দোকানে উপচে পড়া ভিড়

বরিশালে ৩৬ বেডের ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ১৫৪ শিশু!

নারায়নগঞ্জ-চাঁদপুর-হিজলা-উলা‌নিয়া নৌপথ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রনাল‌য়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী-এমপি