রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
বরিশাল থেকে এম ভি গ্রীন লাইন – ২ যাওয়ার পথে নদীর মাঝে একটি বালুর জাহাজ এর সাথে সংঘর্ষ হয় ।সংঘর্ষে ঘটনাস্থলেই বালু ভর্তি কার্গো মামুন মাছুম-১ ডুবে যায় এবং গ্রীন লাইন-২ বিকল হয়ে যায়।বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়া গ্রীন লাইন-২ এর সাথে বালু ভর্তি একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কার্গোটি ঘটনা স্থলেই ডুবে যায়। গ্রীন লাইনের যাত্রীরা অক্ষত রয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। গ্রীন লাইনের যাত্রী ফারুক হোসেন ও রিয়াজ জানান, কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসতে ছিলো। অপরদিকে বরিশাল থেকে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় গ্রীনলাইন। লামছড়ি ভাঙ্গনকবলিত এলাকা অতিক্রমকালে একটি কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায় এবং গ্রীন লাইনের তলা ফেটে যায়।উদ্ভার অভিযানে ঘটনা স্থলে যান উদ্ভারকারী জাহাজ নির্ভীক।কিন্তু আবহাওয়া বৈরি হওয়ার জন্য গ্রীন লাইন উদ্ধারে ব্যর্থ নির্ভীক ।উদ্ধার অভিযান স্থগিত করেছে স্থানীয় প্রশাসন। বরিশাল নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানায়, বৈরি আবহাওয়া ও গ্রীন লাইন উদ্ধারে নির্ভীক ব্যর্থ হওয়ায় আজ ২২ এপ্রিল রাত সাড়ে ১০টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল ২৩ তারিখ গ্রীন লাইন উদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবেও বলে জানান তিনি।

















