ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে মান কাউর নামের ১০১ বছর বয়সী এক ভারতীয় মহিলা অ্যাথলেট।
সোমবার (২৪ এপ্রিল) নিউজিল্যান্ডের অকল্যান্ডে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেতার পরপরই এই বৃদ্ধা সামান্য একটু নেচে জয়ের আনন্দ প্রকাশ করেন।
মান কাউরের ১০০ মিটার যেতে সময় লেগেছে ১ মিনিট ১৪ সেকেন্ড। তার বয়সের ক্যাটাগরিতে তিনিই ছিলেন একমাত্র প্রতিযোগী।
নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমে তাকে ‘চণ্ডীগড়ের বিস্ময়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দৌড় শুরু করার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়। ডাক্তারদের অনুমতি পাওয়ার পরেই তিনি প্রতিযোগিতায় অংশ নেন।
(Visited ১১ times, ১ visits today)

















