স্বপ্ন ছিলো।।

0
479

Sharing is caring!

-সৈয়দ শরীফ

- Advertisement -

স্বপ্ন ছিলো আকাশ হবো মাখতে গায়ে নীল,
আমার মাঝে উড়বে হেসে নানান শঙ্খচিল !
স্বপ্ন ছিলো নদী হবো পদ্মা-মেঘনার মতো,
আমার কোলে ধরবে যে মাছ জেলে আছে যতো ।

স্বপ্ন ছিলো বৃক্ষ হবো বিরাট আকার হয়ে,
আমার তলে আসবে সবাই রোদ-বৃষ্টির ভয়ে ।
স্বপ্ন ছিলো সবুজ মাঠে- হবোই পাকাধান,
আমায় পেয়ে গাইবে কৃষক নবান্নেরও গান।

স্বপ্ন ছিলো সন্ধ্যায় হবো ভূতুমপ্যাঁচার ডাক,
আমার ভয়ে ডাকবে না আর- সব পাখি ও কাক।
স্বপ্ন ছিলো আঁধারে হবো রঙিন সুদর্শন,
আমার ঝলকে থাকবে না আর আঁধারও বর্ষণ।

স্বপ্ন ছিলো ডাকবো যে রোজ কোকিল পাখির মতো,
আমার ডাকে সবার ঘুমই করবে মাথা নতো !
স্বপ্ন ছিলো সবই হবো এই পৃথিবীর মাঝে,
মানুষ হয়ে সে-সব তো আর হতে পারলাম না যে।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here