বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, বরিশাল দর্জি শ্রমিক ইউনিয়ন, প্রেস শ্রমিক ইউনিয়ন, বস্তিবাসী শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলার উদ্যোগে মহান ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন উপলক্ষে বরিশাল নাজির মহল্লার মোড়ে এক শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ মোসলেম সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, এ্যাড. বিশ্বনাথ দাস মুন্সি, তুষার সেন, মোঃ মানিক মৃধা, জনাব এনামুল হক, আঃ রাজ্জাক, পুস্প চক্রবর্তী, জোছনা বেগম প্রমুখ নেতৃবৃন্দ। সভায় দোকান মালিকেরা জোর পূর্বক দোকান খোলা রেখে দোকান কর্মচারীদের মে দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করতে না দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং সরকারী আইন অমান্যকারী মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানানো হয়। সভায় ২৪ এপ্রিল ঢাকায় রানা প্লাজা হত্যাকান্ডের বিচার এবং ঐ দিন জাতীয় শোক দিবস ঘোষণার আহবান জানানো হয়। এছাড়া বরিশালে শ্রম আদালত ও যুগ্ম শ্রম পরিচালকের দপ্তর স্থাপন, ন্যূনতম মজুরী ১৬,০০০/- ষোল হাজার টাকা, ৭২ সালের সংবিধান পুন: প্রতিষ্ঠা সহ ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস বন্ধ সহ বন্ধ কল-কারখানা চালু করে বেকার শ্রমিকদের চাকুরীতে পুন:বহালের দাবী জানানো হয়। সভা শেষে বরিশাল উদীচী শিল্পী গোষ্ঠী পরিবেশিত গণসঙ্গীত ও লাল পতাকা সজ্জিত একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাজির মহল্লায় এসে শেষ হয়।

















