মাশরাফির অনুপস্থিতিতে ডিউক অব নরফোকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহমান। আর ব্যাট হাতেও সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
মুশফিকের অসাধারণ সেঞ্চুরিতে সাসেক্সের মাঠে নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল। নির্ধারিত ৫০ ওভারে ৩৪৫ রান তোলে বাংলাদেশ। তবে এই ম্যাচে ছিলেন না তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
সাসেক্সের অরুনদেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। তার এই সিদ্ধান্ত যে ভুল হয়নি প্রথম ইনিংস শেষে তা বোঝা যায়।
মুশফিক ব্যাটিং অর্ডারে চার নম্বরে নেমে ১৩৪ রানে অপরাজিত থাকেন। ৯৮ বলে ১৪টি চার ও ১ ছক্কায় এই ইনিংসটি সাজান। মুশফিকের পাশাপাশি বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেন সৌম্য সরকারও। তিনি ৬৪ বলে ৭টি চার ও ১টি ছক্কার মারে ৭৩ রান করেন।
এছাড়া ইমরুল কায়েস ৪৪, মেহেদী হাসান মিরাজ ৩১ রান করেন। তবে দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি সাব্বির রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
পরে ব্যাটিংয়ে নেমে ডিউক অব নরফোক ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০১ রান সংগ্রহ করার পরে বৃষ্টি হানা দিলে ম্যাচটি পরিত্যক্ত হয়।
১০ দিনের এই কন্ডিশনিং ক্যাম্পে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৫ মে সেই ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ সাসেক্স একাদশ।
কন্ডিশনিং ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ। ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। এরপর ১ জুন শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।