বুধবার , ৩ মে ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে বিভাগীয় বইমেলার শুভ উদ্বোধন

প্রতিবেদক
alltimeBDnews24
মে ৩, ২০১৭ ১০:৫১ অপরাহ্ণ

রির্পোটঃমোঃ শাহাজাদা হিরা।।

গতকাল রবিবার ৭ মে সকাল ১১টায় বরিশাল জিলা স্কুল মাঠে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায়, বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী বিভাগীয় বই মেলা-২০১৭। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বই মেলার উদ্বোধনী করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে এই বইমেলার শুভ উদ্বোধন করেন । এ সময় মন্ত্রী বলেন, এই বইমেলার মধ্য দিয়ে পাঠক তার পছন্দের বইটি কিনতে পারবে। দেশের সংস্কৃতি চরচায় বই একটি বড় ভুমিকা রাকতে পারে তাই সকল পাঠকদের কাছে আমার আহবান থাকবে আপনারা বই কিনুন এবং জ্ঞনের পরিধি রাড়ার। আমি বই মেলার আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক উপসচিব মো. নজরুল ইসলাম। জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় গ্রন্থ কেন্দ্র, পরিচালক উপসচিব, মোঃ নজরুল ইসলাম, ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, সভাপতি, মাজহারুল ইসলামসহ অন্যরা।

চেতনার জাগরণে বই এই স্লোগান নিয়ে আয়োজিত বই মেলা ৬ মে থেকে ৭ মে সাত দিন মেলা চলবে। এ বই মেলায় রাজধানী থেকে ৫১টি প্রকাশনী সংস্থা তাদের বই নিয়ে এসেছেন। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বই মেলা। এদিকে বই মেলার পাশাপাশি সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বির্তক অনুষ্ঠান, বির্তক প্রতিযোগীতা, আলোচনা সভা, ছড়া, কবিতা পাঠসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর এই সকল প্রতিযোগীতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করবে।

ফটোগ্যালারী:

Image may contain: 17 people, people standing and crowd

Image may contain: 4 people

Image may contain: 5 people, people standing

Image may contain: 7 people, people standing

Image may contain: 8 people, people standing

Image may contain: 9 people, outdoor

Image may contain: 15 people, people standing and crowd

Image may contain: one or more people and wedding

Image may contain: 3 people, wedding

নোটঃ ( ওয়েব সাইড এর আপডেটের কাজ চলায় অাজকের নিউজটি ৭ তারিখের বদলে  ৩ তারিখ দেওয়া হলো।সাইড আপডেটের কাজ শেষ হলেই আবার পুনরায় ৭ তারিখ দেওয়া হবে।সাময়িক অসুবিধার জন্য অান্তরিক দুংখ প্রকাশ করছি।   )

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়