ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমাবারের মতো খেলতে গিয়েই বাজিমাত করেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেন তিনি। তার দুর্দান্ত নৈপুণ্যে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জেতে হায়দারাবাদ। অসাধারণ বল করে শুধু পুরো ক্রিকেট বিশ্বেরই নজর কাড়েননি, জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও।
দ্বিতীয়বারের মতো আইপিএলে অংশ নিয়েছিলেন মুস্তাফিজ। তবে এবার তিনি হায়দারাবাদের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচে। মুস্তাফিজকে এবারের আইপিএল খেলতে না দেখে খটকা লেগেছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইনের। কিছুটা অবাক হয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘একটা প্রশ্ন… ফিজের কী হয়েছে? সে কি ইনজুরিতে?
(Visited ৩৮ times, ১ visits today)

















