বুধবার , ১৭ মে ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মনজুরুল বারী নয়নের মামলা প্রত্যাহার চায় ডিইউজে ও ডিআরইউ

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৭, ২০১৭ ১২:১৬ পূর্বাহ্ণ

দৈনিক ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠন দু’টির পক্ষ থেকে মঙ্গলবার পৃথক বিবৃতিতে নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী যৌথ বিবৃতিতে বলেছেন, ‘সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আইসিটি আইনের ৫৭/৫৬ ধারায় মাহবুবুল হক বাবুল চিশতী নামের জনৈক এক ব্যক্তি গত ১২ মে ২০১৭, শুক্রবার, ঢাকা প্রতিদিন সম্পাদক, প্রতিবেদকসহ তিনজনের বিরুদ্ধে জামালপুরে ১১ (৫) নম্বর মামলাটি দায়ের করেছেন।’

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ‘আইসিটি অ্যাক্ট স্বাধীন সাংবাদিকতা এবং অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে বাঁধা হিসেবে কাজ করছে। কোনো ধরণের নিয়-কানুনের তোয়াক্কা না করে শুধুমাত্র সাংবাদিক সমাজের টুটি চেপে ধরার জন্য ক্ষমতাবান ব্যক্তি ও মহল আইসিটি অ্যাক্টে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করছেন। যা সভ্যসমাজে গ্রহণযোগ্য নয়।’

ডিইউজের পক্ষ থেকে অবিলম্বে এই আইন বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

অন্যদিকে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী আরেকটি বিবৃতিতে ডিআরইউ’র সাবেক কার্যনির্বাহী সদস্য মনজুরুল বারী নয়নের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ‘সাংবাদিক সমাজ আগেই আশঙ্কা প্রকাশ করছিল যে, আইসিটি অ্যাক্ট স্বাধীন সাংবাদিকতা এবং অবাধ তথ্য প্রবাহের অন্তরায় হবে। একই সঙ্গে প্রথম থেকেই সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতাকে অবদমিত করার ক্ষেত্রও এই আইনের অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা করা হয়েছিল । যা এই মামলা দায়েরের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।’

ডিআরইউ’র পক্ষ থেকে অবিলম্বে এই আইন বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়