বৃহস্পতিবার , ১৮ মে ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

টাঙ্গাইল থেকে ঢাকা সরাসরি আন্ত:নগর ট্রেন চালু করার দাবীতে মানববন্ধন।।

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১৮, ২০১৭ ১১:৫৮ অপরাহ্ণ

সাজ্জাদ খোশনবীশ.

টাঙ্গাইল প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী প্রতিশ্রত টাঙ্গাইল থেকে ঢাকা সরাসরি আন্ত:নগর ট্রেন চালু করার দাবীতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ নামের একটি অনলাইন গ্রুপের সহযোগিতায় ‘ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি’ টাঙ্গাইল শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও টাঙ্গাইলের সর্বস্তরের জনগণ এতে যোগ দেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ‘ ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি’র আহব্বায়ক ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম-সচিব সাইদ মো. লুতফুল্লাহ, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ খোরশেদ আলম, ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐকোজোট সভাপতি মোঃ আবুল কালাম মোস্তফা লাবু। সদস্য সচিব সাজ্জাদুর রহমান খোশনবীশ।

এ সময় আরও উপস্থিত ফজিলাতুন্ননেসা মুজিব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান, টাঙ্গাইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ এর উপাধ্যাক্ষ আমিনুর রহমান উজ্জ্বল, আকিবুর রহমান ইকবাল, রফিকুল ইসলাম রিপন, সাইদুল ইসলাম মিন্টু, রাশেদুল ইসলাম রাশেদ, কার্যকরী সদস্য রাকিব হায়দার, টাঙ্গাইল প্রেসক্লাব দপ্তর সম্পাদক আরিফুর রহমান টগর, লায়ন জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী ঐকজোট সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ আলী, সময় টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাদির তালুকদার, সাম্প্রতিক দেশকাল এর জেলা প্রতিনিধি নওশাদ রানা সানভী, মানবাধিকার কর্মী নাজমুজ সালেহীন, নাহিদ করিম, ফরিদুল হক, আল আমিন প্রিন্সসহ সরকারী শেখ ফজিলাতুন নেছা মুজিব মহাবিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্টের সদস্যবৃন্দ, বুরো বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, বিন্দুবাসনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ, সৃষ্টি শিক্ষা পরিবার, এস.এস.এস. বেলা, ডেমোক্রেসি ওয়াচ, বাঁকাচাঁদ সাহিত্য সংসদ, বিশ্বকবিতা কংগ্রেস টাঙ্গাইল জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক, শিক্ষক, আইনজীবিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেনি পেশার ব্যক্তিবর্গ। বক্তরা বলেন, ঢাকা-টাঙ্গাইল-ঢাকা সরাসরি আন্ত:নগর ট্রেন সার্ভিস চালুর দাবী এখন টাঙ্গাইলবাসীর প্রাণের দাবীতে পরিণত হয়েছে। প্রায় ৪০ লক্ষ টাঙ্গাইলবাসীর দাবী পূরনে বক্তারা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়