পথের শিশু-২……………আর.এম।
………………………….
বড় লোকের ছোট বাবু
নাচে-গানে ব্যাস্ত,
তাকিয়ে দেখ পথের শিশু
পথের দয়ায় সুস্থ।
এটা না হয় ওটা খাবো
কত রকম বায়না,
পথের শিশু সব হারিয়ে
ঠিক মত ভাত পায়না।
রংতুলি আর রাঙের খেলা
তোমার খুশির জন্য,
পথের শিশু তাকিয়ে দেখে
ওদের জগত ভিন্ন।
অত্যাধুনিক কত খেলনা
তোমার খেলার জন্য,
পথের ধুলায় পথের শিশু
খেলে যে হয় ধন্য।
তোমার একেক খেলনার দাম
হয়তো অনেক টাকা,
নাহয় একটা খেলনার দামে
ভড়িও ওদের বুকটা।
……………………………
…………………………..
(Visited ২৭ times, ১ visits today)