নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জানান, মো. আমিনুল হক নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামেন।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টম হাউসের প্রিভেনটিভ দল তাকে চ্যলেঞ্জ করে। তিনি সোনা থাকার কথা অস্বীকার করলেও আর্চওয়েতে পরীক্ষা করে তার সঙ্গে ধাতব বস্তু থাকার সংকেত পাওয়া যায় বলে আহসান কবির জানান।
“পরে দেখা যায়, ওই যাত্রী পরচুলা পড়ে আছেন এবং তার নিচেই সোনার বিস্কুট লুকিয়ে রাখা হয়েছে।”
তার পরচুলার ভেতরে পাওয়া ১৩টি সোনার বারের ওজন ১ কেজি ৩০০ গ্রাম; যার বাজার দর ৬৫ লাখ টাকা বলে সহকারী কমিশনার জানান।
(Visited ১০ times, ১ visits today)

















