মঞ্চ ও টিভি শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সঙ্গীতশিল্পী বিউটি।প্রায় বছর দেড়েক পর তিনি অ্যালবামের কাজ করছেন। জিসান মাল্টিমিডিয়ার উদ্যোগে তৈরি করা অ্যালবামের গানগুলো শোনা যাবে জিপি মিউজিকে।
অ্যালবামে থাকবে তিনটি গান। অ্যালবামের নাম ‘পাষাণ বন্ধু’। সবকটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীত পরিচালনা করেছেন মুসফিক লিটু ও সজীব দাস।
এটি হবে বিউটির পঞ্চম অ্যালবাম। সবকটি গানই ফোক ধাঁচের। আগামী সপ্তাহে গানগুলোতে কণ্ঠ দেবেন তিনি।
(Visited ১০ times, ১ visits today)

















