সোমবার , ২৯ মে ২০১৭ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রমজানে বিবাহ বিচ্ছেদ চলবে না

প্রতিবেদক
alltimeBDnews24
মে ২৯, ২০১৭ ১১:১৮ অপরাহ্ণ

মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসে কোন বিবাহ বিচ্ছেদ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ফিলিস্তিনের ইসলামিক আদালত প্রধান।

সোমবার (২৯ মে) যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম এএফপি’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, ইসলামিক আদালতের বিচারকরা যাতে রমজান মাসে কোন বিবাহ বিচ্ছেদ অনুমোদন না করে সেজন্য তিনি বিচারকদের নির্দেশনা দিয়েছেন।

বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে বিচারক জানিয়েছেন।

বিচারক বলেছেন, রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে না। অনেকে উত্তেজিত হয়ে পড়ে এবং তারা মুখ ফসকে অনেক কিছু বলে। সেজন্য পরে তারা আফসোস করে।

বিচারক মাহমুদ হাবাশ আরও বলেন, ‘যেহেতু অনেকে খাবার ও পানি গ্রহণ করে না এবং ধূমপান থেকে বিরত থাকে, সেজন্য এটি সমস্যা তৈরি করতে পারে।’

ফিলিস্তিন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে পশ্চিম তীর এবং গাজায় ৫০ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েছে আট হাজারের বেশি।

অনেকে বলেন, ব্যাপক দারিদ্র্ এবং কর্মসংস্থানের অভাবে বিবাহ বিচ্ছেদ ঘটছে বেশি।

ফিলিস্তিনে বিয়ে নিবন্ধন এবং বিচ্ছেদ হয় শরিয়া আদালতে।

 

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়