মঙ্গলবার , ৬ জুন ২০১৭ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ইন্টারনেটে প্রতারণা, আটক ৪

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ৬, ২০১৭ ১১:০৪ অপরাহ্ণ

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দিনাজপুর ও ফরিদপুরের ভাংগায় পৃথক দুটি অভিয়ান চালিয়ে ফেসবুক হ্যাক করা সহ মোবাইল ফেনের মাধ্যমে মন্ত্রী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যাবহার করে ভয় ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ৪ প্রতারক চক্রের সদস্যকে গ্রেপতার করেছে। আটককৃর্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারনা কাজে ব্যাবহার করা মোবাইল সেট,সিমকার্ড সহ বিভিন্ন নম্বরের কাগজ-পত্র।

আজ দুপুরে পুলিশ লাইন ইন সার্ভিস সেন্টারেএক সংবাদ সম্মেলনে আটক ৪ প্রতারক চক্রের সদস্যদের সামনে বিভিন্ন সময়ে প্রত্যারনা করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনার বর্ননা করেন অতিরিক্ত ডি.আই.জি আকরাম হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতারনা চক্রের মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলশ সুপার,উজিরপুর সার্কেল মোঃ শাহাবুদ্দিন কবীর,ডিবির ত্রস আই তুষার মন্ডল সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

অতিরিক্ত ডি.আই.জি আকরাম হোসেন সহ তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন কবীর বলেন গত ১০ই মে বরিশালের বানারীপাড়ার থানার ইনচার্জ অফিসার মোঃ জিয়াউল হাসানের ফেসবুক আইডি হ্যাক করে তার ফেসজবুক বন্ধুদের নিকট ম্যাসেঞ্জারের মাধ্যমে টাকা চেয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে আনুমানিক ৫০হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রতারনা করে হাতিয়ে নেয়।

এব্যাপারে অফিসার ইনচার্জ জিয়াউল হাসান বাদী হয়ে ৪ইজুন বানারীপাড়া থানায় তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) ত্রর ৫৪/৫৭(২) তৎ সহ ৪২০ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন যার মামলা নং (৪)।

বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান সহ উধ্বৃতন কর্মকর্তাদের নির্দেশে উজিরপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীর এর নেতৃত্বে জেলা ডিবির এস আই তুষার মন্ডল সহ একদল চৌকস পুলিশ সদস্য টিম নিয়ে আসামীদের গ্রেফতার অভিযানে মাঠে নামেন।

প্রতারক চক্রদলটিকে আটকের জন্য মাঠে নামা অভিযানকারী শাহাবুদ্দিনের নেতৃত্বে থাকা গোয়েন্দা পুলিশের দলটি তথ্য-প্রযুক্তি ব্যাবহার ও বিকাশ কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন তথ্যের সহযোগীতা নিয়ে ৫ই জুন দিনাজপুর সদর থানা এলাকার বসিন্দা প্রতারক চক্রের সদস্য আসামী (১) কিশোর কুমার সাহা ২৬,পিতা কাঞ্চন কুমার সাহা,সাং ক্ষেত্রীপাড়া,কালিতলা রিংকুর বাড়াটিয়া।(২)বাপ্পি কুমার সাহা (২৪),পিতা মৃতঃ কিশোর কুমার সিং, সাং গুঞ্জাবাড়ি,গাচির বাড়ির ভাড়াটিয়া । তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।এসময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি হ্যাক করার কাজে ব্যাবহ্ত ৩টি মোবাইল সেট,বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করার কাজে ব্যাবহত ২টি সিমকার্ড এবং যেসকল আইডি হ্যাক করা হয়েছে তার পরিবর্তিত পাসওয়ার্ড লেখা কাগজ-পত্র জব্দ করা হয়।
প্রতারক চক্র জানায় তারা দীর্ঘদিবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের ফেসবুক হ্যাক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফ্রেন্ড লিষ্টে যোগ হওয়ার পরে পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তন করে এভাবে আইডি হ্যাক করে ফ্রেন্ডদের নিকট বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা বিকাশের মাধ্যমে আত্বসাৎ করে আসছে।

ইতি মধ্যে বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাত সুমন,বানারীপাড়া থানা কম্পিউটার অপারেটর রাসেদ,প্রেস ক্লাব সাংবাদিক সুজন মোল্লা, সাংবাদিক জয়দেব,পৌরসভা ন্যাশনাল সার্ভিসের তাজরীন ইভা কুষ্টিয়ার সাংবাদিক আকরাম হোসেন,ঢাকার সফিউল্লাহ সিকদার, ঝালকাঠীর মিলন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মোঃ শিহাবুল ইসলাম সহ অজ্ঞাত সংখ্যক ব্যাক্তির নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

অপরদিকে গত ২৫ই মার্চ বরিশালের বাকেরগঞ্জ থানার জনৈক কলি আক্তারের নামের এক মহিলার বিশেষ সফটওয়ার ব্যাবহার করে মোবাইলে কল দিয়ে তার প্রবাসী স্বামীকে হত্যা করার হুমকি দিয়ে নিজেদেরকে যোগাযোগ মন্ত্রী ও র‌্যাবের ডিজি পরিচয় দিয়ে ৮০হাজার টাকা হাতিয়ে নেয়।

বাদী তখন নিজের ফোনে নিজের নম্বর হতে কল এসেছে দেখে চাঁদাবাজদের র‌্যাব ও মন্ত্রী হিসাবে বিশ্বাস করেন।

এঘটনার পরে মামলা দায়ের করলে উক্ত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। চক্রের মুল হোতা অখিল মন্ডল (৩৪) পিতা গৌরঙ্গ মন্ডল,(২)সুবল মন্ডল(৩৫) পিতা বিনোধ মন্ডল উভয় ঠিকানা ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ব্রাক্ষনপাড়া।

এরা দীর্ঘদিন পলাতক ছিল। ৫ইজুন গভীর রাতে বরিশাল জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে বরিশালে নিয়ে আসা হয়।

এব্যাপারে অতিরিক্ত ডি.আই.জি আকরাম হোসেন বলেন যে কেউ বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করার সময় সতর্কতা অবল্মবন করা সহ ফেসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে কেউ টাকা দাবী করলে ফোন করে তার সাথে কথা বলে নিশ্চিত হওয়ার কথাও বলেন।

এছাড়া অপরিচিত ব্যাক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট না করা ও আইডিতে নিজের ব্যাক্তিগত তথ্য গোপন রাখা সহ মোবাইল নম্বর পাসওয়ার্ড হিসাবে ব্যাবহার না করার আহবান জানান।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি