আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১০৫তম সম্মেলনে বাংলাদেশে লেবার স্ট্যান্ডার্ড ও লেবার রাইট সংক্রান্ত যে বিশেষ অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছিল জেনেভায় অনুষ্ঠিত সংস্থার ১০৬তম সম্মেলনে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এর ফলে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্র তৈরি হলো বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কমকতা রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।
ওই অনুচ্ছেদে যেসব করণীয় ছিল তার অনেকগুলোতে বাংলাদেশ প্রণিধানযোগ্য উন্নতি করার ফলে এবারের সম্মেলনে বাংলাদেশের নামে এ অনুচ্ছেদ যুক্ত করা হয়নি।
আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের গত ১২ জুন আইএলও মহাপরিচালকের সঙ্গে আলোচনা, ১৩ জুন আইএলসি অধিবেশন এবং বিভিন্ন পার্শ্ব আলোচনার ফলে এ বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার হলো।
সম্মেলনে আইনমন্ত্রী ৩৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের সদস্য রয়েছেন।
সম্মেলন শেষে শনিবার (১৭ জুন) সকালে আইনমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

















