বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল বিমানবন্দর মোর এলাকা থেকে পিকআপ বোঝাই বিপুল পরিমানবিদেশী মদ-বিয়ারসহ দুই জনকে আটক করেছে বরিশাল বিমানবন্দর থানা পুলিশ। আটককৃতদের নামফরহাদ এবং সালমান।
আজ শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর মোর এলাকায়পিকআপটি দুর্ঘটনাগ্রস্ত হয় । এসময় বিমান বন্দর থানা পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পিকআপটি উদ্ধার করতে
বিয়ারের সন্ধান পায় বলে জানিয়েছে, বিমান বন্দর থানার ওসি আনোয়ারহোসেন। তিনি আরো জানান, পিকআপটি তল্লাশি করে এটি থেকে ১৩০ বোতল বিদেশী মদ ও ৭০০বোতল বিয়ার উদ্ধার করার কথা তিনি বরিশাল লাইভকে নিশ্চিত করেছেন। তবে এখনো মদেরমালিকের নাম জানা যায়নি বলে তিনি জানান।
(Visited ১০ times, ১ visits today)

















