মঙ্গলবার , ২০ জুন ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

২০১৮ সালে হচ্ছে না টি২০ বিশ্বকাপ!

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২০, ২০১৭ ২:৪২ পূর্বাহ্ণ

টি২০ বিশ্বকাপের সপ্তম আসর আগামী বছর অনুষ্ঠিত হচ্ছে না। শীর্ষ দলগুলো দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকায় সপ্তম আসর ২০১৮ এর পরিবর্তে ২০২০ সালে অনুষ্ঠিত হবে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, আইসিসি টি২০ বিশ্বকাপের পরবর্তী আসর ২০২০ সালে অনুষ্ঠিত হবে। তবে কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আইসিসির গুরুত্বপূর্ণ এক কর্মকতা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন , ‘হ্যাঁ, এটা সত্যি যে, টি২০ বিশ্বকাপের ২০১৮ আসর আমরা বাদ দিচ্ছি। দেখুন, কোন ভেন্যুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। প্রথম কারণ হচ্ছে সদস্য দেশগুলো অনেক দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে। ২০১৮ সালে এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়।’

সূত্রটি আরও জানিয়েছে, ‘হ্যাঁ, ২০২০ সালে টুর্নামেন্ট মাঠে ফিরবে। দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে পারে সপ্তম আসর। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও আইসিসির অনেক ইভেন্ট হচ্ছে। সদস্য দেশগুলোও টুর্নামেন্ট পিছানোর পক্ষে।’

দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালে বসেছিল টি২০ বিশ্বকাপের উদ্বোধনী আসর। এরপর ইংল্যান্ড (২০০৯), ওয়েস্ট ইন্ডিজ (২০১০), শ্রীলংকা (২০১২) এবং বাংলাদেশ (২০১৪) এবং ভারত (২০১৬) পরবর্তী আসরগুলো আয়োজন করেছিল।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়