ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় থাকবে বিএমপি

0
232
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)

Sharing is caring!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল নগরের বাসিন্দা  ঘরমুখো যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিবেবরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)

- Advertisement -

 নিয়ে রোববার (১৮ জুনদুপুরে পুলিশ কমিশনার এসএম রুহুল আমিনসহ পুলিশের ঊর্ধ্বতনকর্মকর্তারা বরিশালে বিভিন্ন সরকারি  বেসরকারি প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিনিধিদের সঙ্গেবৈঠক করেছেন

বরিশাল মেট্রো পালিটন পুলিশের মুখপাত্র  সহকারী পুলিশ কমিশনার (ডিবিমোশাখওয়াতহোসেন বলেননগরের বাসিন্দা  ঘরমুখো মানুষের জন্য বরিশাল মেট্রোপলিটন এলাকার লঞ্চঘাটবাসস্ট্যান্ডপিংমলহাট বাজাবিনোদন‌ কেন্দ্রগুলোতে নিরাপত্তা দিবে সাদা  পোশাকধারীপুলিশ। পাশাপাশি সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের চেয়ে এবারে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সংখ্যা থাকবে বেশি

বিশেষ করে নগরীর নথুল্লাবাদ  রূপাতলী বাস টার্মিনাল এবং বরিশাল লঞ্চ টার্মিনাল এলাকায়যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নগরের বিনোদন কেন্দ্রগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষকারীবাহিনীর অতিরিক্ত সদস্য দায়িত্ব পালন করবেন

লঞ্চ  বাসে ছিনতাইকারীমলমপাটি প্রতিরোধে যাত্রীদের সচেতনার জন্য বাস এবং লঞ্চমালিকদের সহযোগিতায় ঈদের আগে  পরের সাতদিন ভিডিও চিত্রের মাধ্যমে প্রচারণা চালানোহবে। এর সঙ্গে রাস্তায় ছোট ছোট যানবাহন কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায়  হয়রানি থেকেযাত্রীদের মুক্ত করতে এবারই প্রথম লঞ্চ টার্মিনালের পাশেই বিভিন্ন রুটের বাস রাখার প্রস্তুতিচলছে

সভায় আরও উপস্থিত ছিলেন– উপ পুলিশ কমিশনার (সদরমোকামরুল আমিনউপ পুলিশকমিশনার (উত্তরমোহাবিবুর রহমানউপ পুলিশ কমিশনার (দক্ষিণগোলাম রউফ খান  উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তম কুমার পাল প্রমুখ

(Visited 6 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here