এনবিআরে ১০০ কর্মকর্তার পদোন্নতি

0
497

Sharing is caring!

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্মরত ১০০ সহকারী কমিশনারকে পদোন্নতি দেয়া হয়েছে। বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সসাইজ) ক্যাডারভুক্ত ১০০ কর্মকর্তাকে সহকারী কমিশনার থেকে ষষ্ঠ গ্রেডে উপ-কমিশনার হিসেবে পদোন্নতি দেয়া হয়।

- Advertisement -

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব মো. হুমায়ুন কবির ও মো. আব্দুল গফুর স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপ-সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সসাইজ) ক্যাডারের ৬৯ জন ও মো. আব্দুল গফুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৩১ জনকে এ পদোন্নতি দেয়া হয়েছে।

কাস্টমস উপ-কমিশনাররা হলেন নভেরা মোয়াজ্জেম চৌধুরী, মোহাম্মদ সেলিম শেখ, তানজিনা রইস, মো. শাহীনুর কবীর পাবেল, তারেক হাসান, রাফিয়া সুলতানা, আকতার হোসেন, মোহাম্মদ নাজিউর রহমান, এদিপ বিল্লাহ, মো. দেলোয়ার হোসেন, সারমিন আক্তার মজুমদার, মো. সাইফুর রহমান, মহিববুর রহমান ভূঞা, কামনাশীষ, মুহাম্মদ ইমতিয়াজ হাসান, হাসনাইন মাহমুদ, ইসরাত জাহান মনি, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সালাহ উদ্দিন রিজভী, শামিমা জেসমিন, মো. শাফায়েত হোসেন, মো. মাজেদুল হক, মো. মিজানুর রহমান, মুহাম্মদ কামরুল হাসান, কিশোয়ার শিরিন, মো. নূর উদ্দিন মিলন, মো. আব্দুল আলীম, কাঞ্চন রানী দত্ত, নির্ঝর আহমেদ, সাদিয়া আফরোজ, মো. শাকিল খন্দকার, সিগ্ধা বিশ্বাস, নাজমুন নাহার কায়সার, মো. আল আমিন, লুবানা ইয়াসমিন, মো. এনামুল হক, এসএম শামীমুর রহমান, মো. মারুফুর রহমান, মোহাম্মদ নাহিদুন্নবী, তপন চন্দ্র দে, মো. খায়রুল আলম, মো. বাবুল ইকবাল, ফাহাদ আল ইসলাম, শাহেদ আহমেদ, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, এবিলিং সাংমা, রিয়াজুল ইসলাম, ফাতেমা খায়রুন নূর, সাইদ আহমেদ রুবেল, অথেলো চৌধুরী, মুহাম্মদ ছৈয়দুল আলম, তপন কুমার চক্রবর্তী, নুসরাত জাহান, আয়েশা তামান্না, মো. সোহেল রানা, ফেরদৌসী মাহবুব, সেলিম রেজা, রেবেকা সুলতানা, সানজিদা শারমিন, মোহাম্মদ আবদুস সাদেক, মো. শাহাদাত জামিল, মো. সাইফুল হক, মোহাম্মদ মেহরাজ-উল-আলম সম্রাট, উত্তম বিশ্বাস, সম্প্রীতি প্রামানিক, সুমন চাকমা, সোনিয়া আক্তার ও সাইদুল আলম, উপ কর কমিশনাররা হলেন- রিগ্যান চন্দ্র দে, সুলতানা হাবীব, শেখ মো. কামরুজ্জামান, মো. সিরাজুম মুনীর, আবু নসর মো. মাহবুবুজ্জামান, আসমাউল হুসনা, সজীব কুমার সাহাজী, কাজল সিংহ, মো. খবির উদ্দিন, মো. আবুল কাশেম, মো. শহীদ উল­াহ সরকার, মো. আরিফুল হাসান মজুমদার, পল­ব কুমার দেব, মোহাম্মদ মোইনুল হক মজুমদার, সরদার মো. আবুল হেলাল, মো. শরিফুল ইসলাম, মঞ্জুর, মো. তানভীর মোর্শেদ, মুহাম্মদ রাশেদুল হাসান, নার্গিস আক্তার, মো. সাজিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. আব্দুল বারী, মো. সাইফুর রহমান রাসেল, দীপক কুমার পাল, তরঙ্গ কুমার মন্ডল, অমিত কুমার দাস, কেএম আজহারুল ইসলাম, মোহাম্মদ দাউদ হোসেন, এসএম গালিব ফারুক ও এসএম মুশফিকুর রহমান।

(Visited 5 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here