সোমবার , ৩ জুলাই ২০১৭ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

দৈনিক দখিনের মুখ পত্রিকার দায়িত্ব নিলেন এস.এম জাকির হোসেন

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ৩, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ
S M Zakir Hossain

বরিশালের সর্বাধিক পাঠক প্রিয় দৈনিক দখিনের মুখ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত বরিশালের প্রথম সারির স্থানীয় দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য গত ০১/০৭/২০১৭ ইং তারিখ সকাল ১১ টায় বরিশালের সাংবাদিকদের অভিভাবক এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, সৈয়দ দুলাল, ইসমাইল হোসেন নেগাবান, দখিনের মুখ পত্রিকার প্রকাশক মোসাঃ রেশমা ইয়াসমিন, প্রয়াত সাংবাদিক লিটন বাশারের ভাই অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান মিয়া, ছোট ভাই রিমনসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং দৈনিক দখিনের মুখ পরিবার এক জরুরী বৈঠক করেন। দৈনিক দখিনের মুখ পত্রিকার পাঠকপ্রিয়তা ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার জন্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেনকে দৈনিক দখিনের মুখ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে তিনি দায়িত্বভার গ্রহণ করতে সম্মতি জ্ঞাপন করেন। একই সাথে প্রয়াত সাংবাদিক লিটন বাশারের স্ত্রী আরজু বাশারকে দখিনের মুখ পত্রিকার উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এস.এম জাকির হোসেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রয়াত মুনির হোসেন’র ছোট ভাই এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান ও দখিনের মুখ পত্রিকার সাবেক সম্পাদক প্রয়াত লিটন বাশারের ঘনিষ্টজন ও আত্মার আত্মীয়। দৈনিক দখিনের মুখ পত্রিকার প্রকাশক মোসাঃ রেশমা ইয়াসমিন গত ০২/০৭/২০১৭ ইং তারিখ এস.এম জাকির হোসেনকে সম্পাদক হিসেবে এবং আরজু বাশারকে উপ-সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করেন। গতকাল সন্ধ্যায় দৈনিক দখিনের মুখ পত্রিকার কার্যালয়ে তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন পত্রিকার প্রকাশক মোসাঃ রেশমা ইয়াসমিন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য এ্যাড. মানবেন্দ্র বটব্যাল ও সৈয়দ দুলাল। এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য স্বপন খন্দকার, উপ-সম্পাদক আরজু বাশারসহ দখিনের মুখ পরিবারের সদস্যবৃন্দ।

(Visited ১১৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়