৭১’র চেতনার ভিন্নধর্মী পুনর্মিলনের আয়োজন

0
327

Sharing is caring!

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় শুক্রবার বিকেল ৫টায় তরুন সংগঠন ৭১’র চেতনার কিছু উদ্যোমী তরুন তরুনীদের উদ্যোগে তাদেরই পরিচালিত “চেতনালয় স্বেচ্ছাসেবী পথবিদ্যালয়” নামক একটি সুবিধাবঞ্চিত শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঈদ-পূনর্মিলনীর আয়োজন করে। আয়োজনে প্রায় ১৫ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের তাদের পছন্দমত খাবার সহ দেশীয় ফল বিতরন করা হয়।সংগঠনের সদস্য মিথিলা মুক্তা ও মুনিরা ইসলাম জানান তরুন সংগঠন ৭১’র চেতনা সামাজিক কার্যক্রমের একটি বড় অংশ জুড়ে রয়েছে সুবিধাবঞ্চিত শিশু।ঢাকা ও বরিশালের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে এর শাখা-প্রশাখা রোজা,ইফতার,ঈদসহ সকল উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে সংগঠনের সাথে জড়িত সেচ্ছাসেবীগণ।৭১’র চেতনা সংগঠনের বহুমূখী কার্যক্রমের মধ্যে সবচেয়ে চলমান রয়েছে “চেতনালয় স্বেচ্ছাসেবী পথবিদ্যালয়” নামক একটি সুবিধাবঞ্চিত শিশু বিদ্যালয়।

- Advertisement -
বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহায়তায় গত তিন বছর যাবত বিদ্যালয়ের কার্যক্রম অব্যহত রয়েছে।তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তি পূর্নমিলনের আয়োজন করে সংগঠনটির বিভিন্ন শাখা সেচ্ছাসেবীগণ।৭১’র চেতনার বরিশাল বিশ্ববিদ্যালয় সাধারন সম্পাদক লোকমান হোসাইন বলেন, সুবিধাব­ঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তি পূনর্মিলনে নির্মল হাসিমাখা মুখ দেখে কে বলবে এরা অসুখি? যারা অল্পে তুষ্ট তাদের জন্য কিছু করতে পারার চেষ্টায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অনেকেই।আপনার আমার হাতখরচের একটু একটু জমিয়ে হতে পারে এদের মুখে একবেলা খাবার।
(Visited 20 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here