বুধবার , ১২ জুলাই ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বিএমপি কমিশনার এস.এম রুহুল আমিনের বদলি আদেশ স্থগিত।।

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১২, ২০১৭ ২:১৬ পূর্বাহ্ণ
এস এম রহুল আমিন

আসাদুজ্জামান।।

বাংলাদেশ পুলিশের চৌকশ কর্তকর্তা জনগণ ও মিডিয়া বান্ধব ব্যক্তিত্ব বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস.এম রুহুল আমিনের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। গতকাল সদর দপ্তর থেকে দেয়া এক পত্রে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বদলির আদেশ স্থগিত করে বরিশালেই দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী বিএমপি কমিশনার এস.এম রুহুল আমিন বরিশালেই থাকছেন। তার বদলি স্থগিতের খবরটি ছড়িয়ে পরলে বরিশাল মেট্রোপলিটন এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। পুলিশ সদস্যরা এ খবরে খুশি হয়ে মিষ্টি বিতরণ করেন। খবরটি বরিশালের সুশিল সমাজেও সমাদৃত হয়েছে। এ খবর শোনার পর সুশীল সমাজের অগণিত মানুষ বদলির আদেশ স্থগিতকে সাধুবাদ জানিয়েছেন। এস.এম রুহুল আমিন বরিশালে পুলিশ কমিশনার হিসেবে যোগদান করার পরে নগরীর আইন শৃংখলা পরিস্থিতির স্মরণকালের সেরা উন্নতি হয়েছে। অপরাধ করে কোন অপরাধি পার না পাওয়ায় নগরীর অপরাধ প্রবণতা শূন্যের কোটায় চলে এসেছে। সব মহলে এ জন্য তার প্রশংসাও ছিল বিগত দিনের যে কোন কর্মকর্তার চেয়ে বহুগুণ বেশি। সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিএমপি কমিশনারকে বদলির আদেশ দেয়া হয়েছিল তাতে নগরীর সব শ্রেণী ও পেশার মানুষ অনেকটা হতাশ হয়েছিল। সকলেরই দাবি ছিল ন্যায় নিষ্ঠাবান একজন সৎ পুলিশ অফিসার এস.এম রুহুল আমিনের বদলির আদেশ যেন প্রত্যাহার হয়। নগরবাসীর মনে মনে এই চাওয়াটা শেষ মেশ বাস্তবে রূপায়িত হলো।

(Visited ১১৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়