কবিঃ আর.এম।।
মোরা বীর বাঙালি বীর বাঙালি
হয়নি আর হবেওনা নত শির,
যতোই মারুক হায়নার দল
গুলি কিংবা তীর।
মোরা চোরের মত পালিয়ে যাইনা
খিড়কিদুয়ার দিয়ে,
মোরা সদর দরজায় দাঁড়িয়ে কই
পাড়লে যা এজান নিয়ে।
মোরা যুদ্ধ করেছি যুদ্ধ করি
করব আজীবন,
অন্যায়ের কাছে করবনা মাথা নত
এটাই মোদের পণ।
……………………………………………….
……………………………………………….
(Visited ১৭ times, ১ visits today)

















