বুধবার , ২৬ জুলাই ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কুমিল্লায় ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২৬, ২০১৭ ১২:৩৪ পূর্বাহ্ণ

সদ্য প্রকাশিত কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল আবু নাসেরকে প্রধান করে ৩ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা যায়, এবছর কুমিল্লার বোর্ডের অধীন ৬ জেলার ৩৯০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৪৯ হাজার ৭০৪ জন।

গড় পাসের হার ছিল ৪৯.৫২ শতাংশ। অস্বাভাবিক এ ফল বিপর্যয়ে চরম সমালোচনার মুখে পড়ে বোর্ড কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ফল বিপর্যয়ে বিস্ময় প্রকাশ করেছেন। কেন এই ফল বিপর্যয়?

এর কারণ অনুসন্ধানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল নাসেরকে আহ্বায়ক এবং উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমানকে সদস্য করে ৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের একটি সূত্র জানান, চলতি বছরের গত এসএসসি পরীক্ষায়ও এ বোর্ডের ফলাফল বিপর্যয় ঘটেছিল। ফলাফল খারাপ হওয়ার বিষয়ে ওই সময় ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর জন্য অনুরুপ চিঠি দেয়া হয়েছিল। কিন্তু অবস্থার পরিবর্তন হতে পারে এমন কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। এবার এইচএসসির ফল বিপর্যয় হওয়ায় ২০১টি প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হচ্ছে, কি হবে জানি না।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস ছালাম জানান, যেসব প্রতিষ্ঠান বোর্ডের গড় পাসের চেয়ে ফলাফল খারাপ করেছে তাদের নিকট থেকে জবাব পেয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ফল বিপর্যয়ের কারণ এবং ভবিষ্যতে এ সমস্যা সমাধানের বিষয়ে প্রতিবেদন দেবে।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়