বরগুনায় ১ হাজার ৯০০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. হানিফ মুসুল্লী (৩৫) ও তার স্ত্রী মাকসুদা বেগম (২৭)। আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের হানিফ মুসুল্লির বসত ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘরে সুরক্ষিত অবস্থা ১ হাজায় ৯০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ ঘটনায় ঘরের মালিক হানিফ মুসুল্লি ও তার স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনেই ফেনসিডিলের খুচরা বিক্রেতা জানিয়ে ওসি বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
(Visited ৯ times, ১ visits today)