রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী
আইপিএলে গতবারের ক্লাব হায়দ্রাবাদেই থেকে যাচ্ছেন মুস্তাফিজ।।গতবার মোস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে দলে নিয়েছিল হায়দ্রাবাদ।।আর সেবারের উজ্জ্বল পারফরম্যান্সে খুশি হয়ে দা ফিজকে আবার দলে রেখে দিয়েছে তারা।। ঠিক কত টাকায় তাঁকে দলে রাখা হয়েছে তা জানা যায়নি।।তবে টাকার অংকটা যে বেশ বড় তাতে কোন সন্ধেহ না রাখাই ভাল।।
(Visited ১০ times, ১ visits today)

















