প্রয়োজনে কিডনি বিক্রির ঘোষণা বরিশাল বুলস্ ভক্তদের

0
751

Sharing is caring!

কিডনি লাগলে কিডনি নাও, বরিশালের টিম(বরিশাল বুলস্) ফিরিয়ে দাও” এই শ্লোগানকে সামনে বিক্ষোভ ও মানব-বন্ধন কর্মসূচি পালন করেন বাবুগঞ্জে’র রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট’র শিক্ষার্থীরা । পঞ্চম বিপিএল ক্রিকেট আসরে বরিশাল বুলস্ খেলছেন না এমন সিদ্ধান্ত মানতে নারাজ বরিশালের বাবুগঞ্জের ক্রিকেট প্রেমীরা।

- Advertisement -

রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ক্রিকেট প্রেমীরা বলেন বরিশালের মত একটি বিভাগীয় বিপিএল এর শক্তিশালী টিম অর্থনৈতিক কারনে বাদ পরবে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের। শিক্ষার্থীরা বলেন প্রয়োজনে আমার কিডনি বিক্রি করে টিম স্পন্সরদের টাকা দেব।

এ সময় তার বরিশালের শিল্প উদ্দ্যোক্তা, রাজনীতিবীদ, ব্যবসায়ীসহ ধনী ব্যক্তিদের বরিশাল বুলসের স্পন্সর হয়ে বরিশাল বুলস্ কে বিপিএল’র পঞ্চম আসরে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য আর্থিক শর্ত মানতে না পারায় এবারের পঞ্চম আসরে বরিশাল বুলস্ খেলছেন না। নির্ধারিত সময়ে ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে না পারায় বিপিএল থেকে বাদ পড়ছে দলটি।

ঘটনাটিতে বরিশালের কর্নধাররা ব্যপক সমালোচিত হচ্ছে।

(Visited 230 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here