শুক্রবার , ১৮ আগস্ট ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রথমবারের মতো সমকামী বিয়ের সাক্ষী থাকল ব্রিটেন!

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১৮, ২০১৭ ২:১২ পূর্বাহ্ণ

এই প্রথমবার সমকামী বিয়ের সাক্ষী থাকল ব্রিটেন৷ এক হিন্দু মহিলা বিয়ে করলেন এক ইহুদি মহিলাকে৷ এমনকি বাধা হল না তাদের ধর্ম৷ তাদের নাম কলাবতী মিস্ত্রি ও মিরিয়াম জেফারসন৷ বিয়ের পর দুজনেই ফিরে গেছেন আমেরিকা৷ সেখানে দুজনেই চাকরি করেন৷ চাকরির পাশাপাশি সেখানেই দুজনে ঘর বাঁধবেন৷

কলাবতী মিস্ত্রি ও মিরিয়াম জেফারসন দুজনেই টেক্সাসের বাসিন্দা৷ ২০ বছর আগে আমেরিকায় এক ট্রেনিং কোর্সে তাদের আলাপ হয়৷ ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব৷ সেই বন্ধুত্ব থেকে প্রেম৷ তারপর বিয়ে৷ গত সপ্তাহে তারা বিয়ে করেন৷ দুজনের ধর্ম আলাদা৷ তাই দুই ধর্মের নিয়ম মেনেই হল বিয়ে৷ দুজনেই পরেছিলেন ট্র্যাডিশনাল লাল ও সাদা পোশাক৷ গলায় ছিল ফুলের মালা৷ হিন্দু ধর্ম অনুযায়ী দুজনের গলায় ছিল মঙ্গলসূত্র৷

তবে পরিস্থিতি কিন্তু বরাবর এরকম ছিল না৷ তিনি যে সমকামী, তা জানতেন কলাবতী৷ কিন্তু প্রকাশ করতে পারেননি৷ ভয় ছিল, কেউ জানলে তাকে হয়তো ভালো চোখে দেখবে না৷ ভয় অবশ্য অমূলক ছিল না৷ তার সংস্কার ও ধর্ম নিয়ে চিন্তিত ছিলেন কলাবতী৷ তাই পরিবার তো বটেই, বন্ধুদেরও বলতে পারেননি তিনি সমকামী৷ বছরের পর বছর একথা লুকিয়ে রেখেছিলেন৷

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে কলাবতী বলেছেন, “এশিয়ার সমকামী মহিলা হিসেবে নিজেকে মেনে নেওয়া আমার কাছে কঠিন ছিল৷” তবে এবার আর সেই ভয় নেই৷ একবাক্যে তিনি স্বীকার করেন, তার পার্টনার যথেষ্ট সাপোর্টিভ৷ যা নিয়ে তিনি ভয় পাচ্ছিলেন, সেই পরিবার ও বন্ধুরাও তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ মিরিয়ামের সঙ্গে তাদের ভালো সম্পর্ক গড়ে উঠেছে৷

কলাবতী ও মিরিয়ামের বিয়ে দেন এক হিন্দু মহিলা পুরোহিত৷ নাম চন্দা ব্যাস৷ ইংল্যান্ডের একটি রেস্তোরাঁয় বসে তাদের বিয়ের আসর৷ মিরিয়াম জানিয়েছেন, এ বছরের গোড়ার দিকে তারা টেক্সাসের সান অ্যান্তোনিওতে ইহুদি মতে বিয়ে করেন৷ এবার তাদের হিন্দু মতে বিয়ে হল৷ মিরিয়াম বলেন  “এবার হিন্দু মতে বিয়ে হল৷ আমার চোখে এই বিয়ে আমাদের সম্পূর্ণ করল৷” ৷

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়