মহাকাশে কুরিয়ার করে আইসক্রিম পাঠালো নাসা!

0
307

Sharing is caring!

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র নাসার গবেষণার স্বার্থে বিভিন্ন সময়েই প্রয়োজন বিভিন্ন যন্ত্রপাতির। মহাকাশযানে করে প্রযোজনীয় সেসব যন্ত্রপাতি পাঠিয়ে দেওয়া হয় নির্দিষ্ট গন্তব্যে।

- Advertisement -

এবার প্রায় তিন হাজার কোটি গবেষণা সামগ্রীর সঙ্গে কার্গোতে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কুরিয়ার করা হল আইসক্রিমও।

জানা গেছে, সোমবার ড্রাগন মহাকাশযানে করে পাঠানো হয় এই আইসক্রিম। ফ্রিজারে করে পাঠানো হয়েছে চকলেট, ভ্যানিলার গন্ধযুক্ত ছোট ছোট কাপ আইসক্রিম। বুধবার সকালে মহাকাশযান পৌঁছায় এই আইসক্রিম।  নিঃসন্দেহে যা বড় চমক ছিল মহাকাশচারীদের কাছে।

সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে আবার পৃথিবীতে ফিরবে ড্রাগন। তখনই আবার ফিরিয়ে আনা হবে ফ্রিজারগুলি। এমনটাই জানানো হয়েছে নাসার তরফ থেকে।

(Visited 4 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here