সিনেমার আইটেম গানে নাচার পাশাপাশি টিভি নাটকে বছরে দুই একবার দেখা মেলে তার। এবারের ঈদে নায়লা নাঈমকে দর্শকরা পাচ্ছেন ভিন্ন একটি মাধ্যমে। অভিনয় করেছেন সাত পার্বের একটি বিশেষ ওয়েব সিরিজে। নাটকটি শুধুমাত্র ইন্টারনেট মাধ্যমে প্রচার হবে।
নায়লা নাঈমকে নিয়ে তেমনই একটি বিশেষ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন আর বি প্রীতম। এর নাম ‘দ্য লিস্ট’। আর এতে তিনি অভিনয় করেছেন একটি অত্যাধুনিক হাসপাতালের গ্ল্যামারাস নার্সের চরিত্রে। এতে নায়লা ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ এবং তামিম মৃধা। আরও আছেন চিত্রনায়িকা তমা মির্জা।
সিএমভি’র ব্যানারে নির্মিত এবং মোশন রক-এর কারিগরি সহায়তায় ‘দ্য লিস্ট’ এর পর্বগুলো ধারাবাহিকভাবে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার হবে ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ৭টায়। একই সময়ে দেখা যাবে ভিডিও সাইট বাংলাফ্লিক্স-এ।
(Visited ২১ times, ১ visits today)

















