রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
জার্মানিতে একটি ব্যস্ততম ক্রিসমাস মার্কেটে একটি লরি ঢুকে পড়লে লরি চাপা পরে অন্তত ১২ জন নিহত হয়েছে।। আহত হয়েছে কমপক্ষে ৪৮ জন।। সোমবার রাত সোয়া আটটার দিকে বার্লিনে এই ঘটনা ঘটে।। তবে এটি সন্ত্রাসী হামলা, নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।।ঘটনার পর থেকে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।।নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।।
(Visited ৬ times, ১ visits today)

















