রিপোর্ট : শামীম হোসেন জয়
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
রবিবার রাত ৯টায় বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে রিয়াজের অটোতে যাত্রী বেশে চার অটো ছিনতাইকারী উঠে, তারা প্রথমে বাহাদুরপুর রেইন্ট্রিতলা সড়কে ঢুকে, পরে চালক রিয়াজকে নন্দপাড়া সড়কে ঢুকে ঘোষ বাড়ি সংলগ্ন নির্জন স্থানে থামায়, এসময় ছিনতাইকারীরা পেছন থেকে অটো চালককে গলায় ফাঁস দিয়ে পেচ দেয়, অটোচালক রিয়াজ ছিনতাইকারীর হাতে কামড় দিলে রশি ছেড়ে দেয়। রিয়াজ জীবন নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। পরে পার্শবর্তি এক বাড়িতে গিয়ে লোকজন নিয়ে এসে অটো উদ্ধার করে। ছিনতাইকারীরা পালিয়ে যায়।
বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যা চেষ্টার আলামত সংগ্রহ করেন।
অটোচালক রিয়াজের বাড়ি রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠী গ্রামে।
উল্লেখ্য গত দের বছর আগে ঐ একই স্থান থেকে এক অটো চালকের গলিত লাশ উদ্ধার করা হয়।
(Visited ১৫ times, ১ visits today)

















