নিজস্ব প্রতিবেদকঃ
মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নে শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে শরণার্থী বিষয়ে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট চেয়ে এ আবেদন করেন।
বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চে চলতি সপ্তাহেই আবেদনটির শুনানি হতে পারে বলে তিনি জানান।
আবেদনে বাংলাদেশ সরকার, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।
আইনজীবী তানজিম বলেন, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার ১৪ নম্বর ধারা অনুযায়ী, বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। এখন তাদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও আসে।
(Visited ১১ times, ১ visits today)

















