মিডিয়া ডেস্কঃ
তৌকীর আহমেদের নতুন সিনেমার পোস্টার ডিজাইন করেছেন তাঁর স্ত্রী বিপাশা হায়াত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এমনটাই জানালেন তৌকীর। ছবির নাম ‘হালদা’। এ বছর ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এরই মধ্যে মুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুরুতেই পোস্টার প্রকাশ করা হলো। তৌকীর আহমেদ আজ তাঁর ফেসবুক পেজে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করেছেন।
পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘যে পোস্টারটি দেখছেন, তা দেশের বাইরের বিভিন্ন উৎসব মাথায় রেখে করা হয়েছে। মুক্তির আগে প্রেক্ষাগৃহের জন্য বাণিজ্যিক ধাঁচের একাধিক পোস্টার প্রকাশ করব।’
আজাদ বুলবুলের গল্প থেকে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। বললেন, ‘হালদায় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা—সবকিছুই আমার ছবির বিষয়বস্তু।’