শুক্রবার , ২০ অক্টোবর ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সাগরে নিম্নচাপ: বরিশাল থেকে উপকূলীয় রুটে নৌযান চলাচল বন্ধ

প্রতিবেদক
alltimeBDnews24
অক্টোবর ২০, ২০১৭ ৯:৩৭ অপরাহ্ণ

গভীর সাগরে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ কারণে শুক্রবার (২০ অক্টোবর) ছুটির দিনে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হয়।নদীতে পানি বেড়েছে।দুপুরের পর হতে উপকূলীয় রুটের সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বরিশাল নদী বন্দরের জন্য দুই নম্বর ও পায়রা সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত বলবৎ আছে।

তিনি জানান, শুক্রবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়লেও শনিবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটতে পারে। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি আরও  দুই-একদিন থাকতে পারে।

শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিএ-এর নৌ  নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার বলেন, ‘দুই  নম্বর সতর্ক সংকেত থাকায় বরিশাল নদীবন্দর হতে ৬৫ ফুট নিচের নৌযান চলাচল সকাল হতেই বন্ধ রয়েছে। দুপুরের পর হতে উপকূলীয় রুটের সব  নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ’ বৃষ্টির কারণে স্থানীয় নদীর পানি এবং ঢেউ বেড়েছে বলে তিনি জানান।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে বরিশাল-ঢাকা রুটের তিন তলা লঞ্চ চলাচল বন্ধ করা হয়নি।

(Visited ২৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়