রবিবার , ৫ নভেম্বর ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালের ক্রিকেটার মনির হোসেন খানের সাথে কিছু সময়।।

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ৫, ২০১৭ ৮:৫১ অপরাহ্ণ

বরিশালের প্রথম সারির খেলোয়ার মনির হোসেন খানের মুখমুখি হয়েছিলেন নুরে আলামিন বাপ্পী।।বিপিএল সহ নানা বিষয়ে কথা হলো।। জানালেন নানা কথা।।

Image may contain: 1 person, standing and outdoor

#কেমন আছেন??

 

মনির হোসেন খান: আলহামদুলিল্লাহ ভালোই আছি।।

 

#এবারের এনসিএল নিয়ে কি বলবেন??

 

মনির হোসেন খান: (একটু চিন্তা করে) টিম হিসাবে আমাদের টিমটা খুব ভালো ছিল।।কিন্তু দুর্ভাগ্য বসত আমরা একটু পিছিয়ে আছি।।আশা করি সব সামলে নিতে পারবো।। ইন শা আল্লাহ।।

 

#এবারের এনসিএলে আপনার পারফরমেন্স নিয়ে কি বলবেন??

 

মনির হোসেন খান:যা হয়েছে তাতে খুশি।।এমন পারফরমেন্স করতে চাই যাতে দল টায়ার ১ এ টিকে থাকে।।

 

#ভবিষ্যত পরিকল্পনা কি??

 

মনির হোসেন খান: নিজেকে ফিট রাখা।।যতদিন পারফর্ম করবো খেলে যেতে চাই।।

 

#আপনি তো বরিশালের সন্তান।। এবারের বিপিএলে বরিশাল দল নেই।।কি বলবেন??

 

মনির হোসেন খান:অবশ্যই খারাপ লাগে।।গত বছর এই টিমেই ছিলাম।।এ বছর টিম নেই,,খেলছিনা।।টিম থাকলে ১৩ জন লোকাল প্লেয়ার যারা পারফর্ম করছে তারা খেলতে পারতো।। আশা করি সামনের বছর আবার বরিশাল দল খেলবে।।

 

#বরিশাল বিপিএলে না থাকায় কি এর উম্মাদনা কমবে বলে মনে করেন??

 

মনির হোসেন খান: উম্মাদনা কমবে তো অবশ্যই।। তবে যে সব অঞ্চল খেলছে তারা ঠিকই উপভোগ করবে এবারের বিপিএল।।আর দক্ষিন অঞ্চলের মানুষ এবারের বিপিএল নিরুত্তাপ ভাবে কাটাবে।।

Image may contain: 18 people, people smiling

ধন্যবাদ মনির হোসেন খান।।

(Visited ১৯১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়