বরিশালের প্রথম সারির খেলোয়ার মনির হোসেন খানের মুখমুখি হয়েছিলেন নুরে আলামিন বাপ্পী।।বিপিএল সহ নানা বিষয়ে কথা হলো।। জানালেন নানা কথা।।

#কেমন আছেন??
মনির হোসেন খান: আলহামদুলিল্লাহ ভালোই আছি।।
#এবারের এনসিএল নিয়ে কি বলবেন??
মনির হোসেন খান: (একটু চিন্তা করে) টিম হিসাবে আমাদের টিমটা খুব ভালো ছিল।।কিন্তু দুর্ভাগ্য বসত আমরা একটু পিছিয়ে আছি।।আশা করি সব সামলে নিতে পারবো।। ইন শা আল্লাহ।।
#এবারের এনসিএলে আপনার পারফরমেন্স নিয়ে কি বলবেন??
মনির হোসেন খান:যা হয়েছে তাতে খুশি।।এমন পারফরমেন্স করতে চাই যাতে দল টায়ার ১ এ টিকে থাকে।।
#ভবিষ্যত পরিকল্পনা কি??
মনির হোসেন খান: নিজেকে ফিট রাখা।।যতদিন পারফর্ম করবো খেলে যেতে চাই।।
#আপনি তো বরিশালের সন্তান।। এবারের বিপিএলে বরিশাল দল নেই।।কি বলবেন??
মনির হোসেন খান:অবশ্যই খারাপ লাগে।।গত বছর এই টিমেই ছিলাম।।এ বছর টিম নেই,,খেলছিনা।।টিম থাকলে ১৩ জন লোকাল প্লেয়ার যারা পারফর্ম করছে তারা খেলতে পারতো।। আশা করি সামনের বছর আবার বরিশাল দল খেলবে।।
#বরিশাল বিপিএলে না থাকায় কি এর উম্মাদনা কমবে বলে মনে করেন??
মনির হোসেন খান: উম্মাদনা কমবে তো অবশ্যই।। তবে যে সব অঞ্চল খেলছে তারা ঠিকই উপভোগ করবে এবারের বিপিএল।।আর দক্ষিন অঞ্চলের মানুষ এবারের বিপিএল নিরুত্তাপ ভাবে কাটাবে।।

ধন্যবাদ মনির হোসেন খান।।

















