রির্পোটঃ মোঃ শাহাজাদা হিরা ॥
সিনিয়ার স্টাফ রির্পোটার.

আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জীবনানন্দ দাশ পদক পেলেন নিখিল কুমার সেনগুপ্ত ও কবী আসমা চৌধুরী বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে তিন দিন ব্যাপী জীবনানন্দ মেলা ২০১৭ গতকাল সমাপনী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। বঙ্গবন্ধু উদ্যানে গতকাল ১৯ ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় মেলার সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্যদিয়ে তিন দিন ব্যপি জীবনানন্দ মেলার সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে মোঃ ওয়াহিদুজ্জামান, প্রধান নির্বাহী, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল, মোঃ জাকির হোসেন, অতিরিক্ত, জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল কুমার সেনগুপ্ত, আবৃত্তিকার, অভিনয়শিল্পী ও নাট্যনির্দেশক, আসমা চৌধুরী, কবী ও প্রাবন্ধিক, আবু জাফর রিপন, উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল, টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজবুল ইসলাম। জীবনানন্দ দাশের স্মরনে কবির জন্মদিনে বৃহত্তর পরিষরে জেলা প্রশাসন এর আয়োজনে এই মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষের অংশগ্রহণ ছিলো। মেলায় নতুন প্রজন্মকে কবির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববির ভিসি প্রফেসর ড. ইমামুল হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিম, আইনজীবী ও সাংবাদিক এস এম ইকবাল। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবুল কালাম তালুকদার। মেলাকে গিরে প্রথম বারের মতো বরিশালের দুই কৃতী সন্তান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সহ মোঃ মাহবুব হোসেন, জেলা প্রশাসক টাঙ্গাইল, কে টাঙ্গাইল জেলার লৌহজং নদী উদ্ধারে অবদান রাখায় এবং আবু জাফর রিপন, উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল, কে ত্রিশালে সবুজ বিপ্লব সংগঠিত করার অবদানে বরিশাল জেলা প্রশাসন পদক ২০১৭ প্রদান করা হয়। কবির জন্মদিন উপলক্ষে নানা আয়োজনের মধ্যদিয়ে মেলা শেষে হয় এক আলোচনা সভায় বক্তারা কবির জীবনের নানা উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরে কবির স্মৃতি চারন করে। পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে তিন দিনের মেলার সমাপ্তি ঘোষনা করা হয়। মেলায় বই সহ বিভিন্ন বিষয়ের উপরে ৩৫ টি স্টল ছিলো।

















