কবিঃ আর.এম।।
সত্যি আমি তোমায় পেলে
বৃষ্টি ডেকে ভিজিয়ে দিতাম,
আবার সময়মত ডেকে তোমায়
মিষ্টি রোদে শুকিয়ে নিতাম।
নীল আকাশের নীল রঙে
তোমায় দিতাম সাজ,
চন্দ্র দিতাম চন্দ্রমুখে
জোছনা পেত লাজ।
ঢেউয়ের চূড়ায় ফেনা তুলে
সাগর যেতো মেতে,
আছড়ে এসে সবটুকু ঢেউ
পড়তো তোমার পায়ের পাতে।
শরৎ রাতে তোমার জন্য
শিশির ভেজা ঘাসে,
তৈরি করতাম হৃদয় ঝরনা
তোমার বাড়ির পাশে।
(Visited ২২ times, ১ visits today)

















