ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ড থেকে শিশু চুরির ঘটনায় উপ-পরিচালক বিদ্যুৎ কান্তি পালকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে মঙ্গলবার বিকেলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান বিদ্যুৎ কান্তি পাল।
তিনি জানান, আমরা তিন কার্যদিবসের মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করবো। এছাড়া এই বাচ্চা চুরির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আমাদের সিসিটিভির ফুটেজগুলো মনিটরিং করেছেন। ইতোমধ্যেই তারা শিশুটিকে উদ্ধারের জন্য কাজ শুরু করেছেন।
এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর বেডে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি যায় তিন মাস বয়সী কন্যা শিশু জিম। তার বাবার নাম জুয়েল মিয়া ও মায়ের নাম সুমাইয়া।
(Visited ১১ times, ১ visits today)

















