অবশেষে ১৫ বছরের রেকর্ডটা ভেঙেই দিলেন আমেরিকান ফ্যাশন মডেল কেন্ডাল জেনার। ৩৭ বছরের ব্রাজিলিয়ান জিসেলে বান্ডচেনকে সরিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মডেলদের তালিকায় সেরার স্থান দখল করেছেন কেন্ডাল।
সেরা আয়কারী মডেলদের তালিকায় জিসেলে এখন দ্বিতীয় স্থানে। গত বছরই অবশ্য ক্যাটওয়াক থেকে আনুষ্ঠানিক অবসরে যান তিনি। পারিশ্রমিকও কমেছে। গত বছর ৩০.৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন। সে তুলনায় তার এ বছরের আয় ৪৩ শতাংশ কম (১৭.৫ মিলিয়ন)।

২০১৭ সালে মডেল হিসেবে সব থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন ২২ বছর বয়সী কেন্ডাল। এ বছর তার উপার্জিত পারিশ্রমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা।
(Visited ১২ times, ১ visits today)

















