রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে মেরে ফেলার হুমকিতে উড়ো চিঠি পাঠিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এর নিজ কাযার্লয়ে এই চিঠি পাঠানো হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যার হুমকি পেয়ে শাহবাগ থানায় জানানো হয়েছে।
এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পেয়েছিলেন বলে জানান তিনি।

শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) দেবরাজ চক্রবর্তী জাগো নিউজকে জানান, এখনো জিডি এন্ট্রি করা হয়নি। তবে অ্যার্টনি জেনারেলের কার্যালয়ের লোকজন থানায় রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ নভেম্বর সরকারের প্রধান আইন কর্মকর্তার মেয়ে শিশির কণাকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা।
(Visited ১২ times, ১ visits today)

















